অফিস, ব্যবসা এবং পরিবারের কাজের প্রেসারে মনের মাঝে অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা দূর করতে আপনাদের জন্য আগামী ২১শে জুলাই রোজ রবিবার কানেকটিকাট বাংলাদেশ সমিতি (সিবিএ)- যুক্তরাষ্ট্র কর্তৃক বার্ষিক বনভোজন আয়োজন করা হয়েছে।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ছোট-বড়, পুরুষ-মহিলা সকলের জন্য খেলাধুলা এবং র্যাফেল ড্র। চাঁদার পরিমাণ: পরিবার প্রতি ৬৫ ডলার (৪ জন), একক ৩০ ডলার।
আমন্ত্রণে:
২. আরিফুর রহমান আরিফ, সদস্য সচিব সংগঠনের সাধারণ সম্পাদক, 203-727-4273
৩. রাহিম এ খাঁন, প্রধান সমন্বয়কারী সংগঠনের সাংগঠনিক সম্পাদক , 475-449-2906
৪. মো: নুরুজ্জামান, কোষাধ্যক্ষ 203-543-1243
৫. রুমানা আক্তার শিলু, মহিলা সমন্বয়কারী 203-551-4660
সমন্বয়কারীবৃন্দ:
আব্দুল জলীল জায়গীরদার (খোকন), মোহাম্মদ মকসুদ আলম, আবুল খায়ের (বাংলাবাজার), হাবিব এ খান, আব্দুস সামাদ, জহির উদ্দিন এম নওশাদ, ফজল আহমেদ, মোহাম্মদ সাহাবুদ্দিন, গুলজার আহমেদ, আরিফ জুবায়ের, সায়িদ চৌধুরী সুমন, মুক্তার আহমেদ, ফরিদ আলম, মোস্তাকিম এইচ ভূইয়া, দেলোয়ার হুসেন, কাজী ইয়াসীন, সোহাগ আহাম্মেদ, আরিফিন রহমান, রাহাত কাইয়ুম, মনির বিপ্লব, মেহেদী হাসান (বিডি হালাল), মোহাম্মদ সফিউল্লাহ, সামছুর রহমান জাহাঙ্গীর, জহির উদ্দিন, শাফকাত আহমেদ মাশরেকী, রাফসান আহমেদ, সহিদুল ইসলাম, মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, আবির আহমেদ, আরিফুর রহমান চৌধুরী, ফয়ছাল আহাম্মেদ খাঁন, মনিরুজ্জামান, সাবেল আহমেদ, আকমল হোসেন, নজরুল ইসলাম, সুফিয়ান আহমেদ, মোহাম্মদ ফারুক, সাদ্দাম হোসেন মাসুম, আবু বকর (বকর), দেলোয়ার চৌধুরী, ফকির সিদ্দিকী, বাবুল দাশ, জিয়াউর রহমান ডালিম, শান্তা আক্তার, রোদ মিলা, সাহেরা হক সুমি, হালিমা আক্তার প্রিয়া, পাবেল করিম।
উপদেষ্টাবৃন্দ:
মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী, জেহাদুল হক জেহাদ, আনোয়ার হুসেন, বদরুল চৌধুরী মাসুদ, মো: ইজ্জদ আলী, আতিক চৌধুরী (নরওয়ার্ক বনানী), আনোয়ার চৌধুরী (বিপ্লব), অয়েছ জায়গীরদার (বনানী ফেয়ারফিল্ড), মোহাম্মদ বশির আহমেদ খাঁন, মোহাম্মদ সিরাজুল চৌধুরী, নুরুল আফসার, মোহাম্মদ খালেকুজ্জামান, আব্দুল কাইয়ুম খাঁন, হেলাল ইউ করিম, গিয়াসউদ্দিন মিয়া, আব্দুল ওয়াদুল, লোকমান আহমেদ খায়ের, আসিফুর রহমান, সৈয়দ মিজানুল হক, বেলাল আহমেদ, নুরুল ইসলাম মেম্বার, মোহাম্মদ শাব্বির আহমেদ মাশরেকী, আব্দুল মোমিত চৌধুরী (বনানী ফেয়ারফিল্ড), শওকত চৌধুরী (ইন্ডিয়া রাজ), মো: ইউসুফ মিয়া, আবুল কালাম, আব্দুল হান্নান, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ হক বদরুল।
বিঃদ্র: আগামী জুলাই ১৫, ২০২৪ তারিখের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। নিম্নলিখিত Zelle Number-এ রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য অনুরোধ করা হল: Zelle #475-449-2906 (Rahim A Khan)
উক্ত বনভোজনে সকল কানেকটিকাট প্রবাসী ভাই ও বোনেরা স্বপরিবারে আমন্ত্রিত।